শিরোনাম পড়েই ভ্রু কুঁচকাতে পারেন। কার সঙ্গে কার তুলনা! একজন টেনিসের কিংবদন্তি পিট সাম্প্রাস। নামের পাশে ১৪টি গ্র্যান্ড স্লাম। আর কার্লোস আলকারাস এবারই প্রথম উঠলেন কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে। তো কীভাবে সাম্প্রাস হয়ে উঠবেন আলকারাস? উত্তরটি খুঁজতে ফিরে যেতে হবে পেছনে। ১৯৯০ সালে…